হরি ঘোষ,দুর্গাপুরঃ এইবারের মতো বন্ধ হয়ে গেল ৪৭ বছরের পুরনো দুর্গাপুরের কল্পতরু মেলা। বুধবার বিকেলে দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে কল্পতরু মেলা পরিদর্শনে যান দুর্গাপুরের মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। সেখানে গিয়ে চূড়ান্ত এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় জেলা প্রশাসন। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত মেলা বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন।