নিজস্ব সংবাদদাতাঃ বৈদিক জ্যোতিষ অনুযায়ী প্রতিটি গ্রহই উদয় হয় এবং অস্ত যায়। গ্রহের এই উদয় এবং অস্ত যাওয়ার ফলে ব্যক্তির জীবনে প্রভাব পড়ে থাকে। জ্যোতিষ অনুযায়ী, কোনও গ্রহ যখন সূর্যের কাছে বা সূর্যের থেকে ১০ ডিগ্রিতে অবস্থান করে, তা হলে সেই গ্রহকে অস্ত বলা হয়। শুক্র অস্ত যাওয়ার ফলে কয়েকটি রাশির জাতকরা সমস্যায় পড়তে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে আগামী ৬ জানুয়ারি থেকে মেষ, কর্কট, সিংহ এবং ধনু এই ৪ রাশির জাতকদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।