দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ গত এক সপ্তাহে পশ্চিম মেদিনীপুর জেলাতে করোনা আক্রান্ত বেড়েছে ৯ গুন। তারপরই জরুরী বৈঠক জেলা প্রশাসনের। আগে থেকে তৈরি করা তিনটি হাসপাতাল ছাড়াও আরো দুটি হাসপাতাল প্রস্তুতির নির্দেশ। জেলায় সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট ১০৮ জন করোনা আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতর থেকে জানা গিয়েছে। তবে এদের মধ্যে মাত্র দু'জন ঘাটালে ও মেদিনীপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ১০৬ জনই বাড়িতে হোম আইসোলেশনে রয়েছে। এরই মাঝে সোমবার খড়গপুর আইআইটি'র ৩১ জন পড়ুয়া আক্রান্ত হয়েছে শোনার পরেই, পরিস্থিতি উদ্বেগজনক দেখে জরুরী বৈঠক হয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরে। জেলার একুশটি ব্লকের স্বাস্থ্য ও প্রশাসনের কর্তাদের সঙ্গে জেলা শাসকের দফতরে ভিডিও কনফারেন্সে বৈঠক হয়। সেখানে একগুচ্ছ নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা বলেন, "রাজ্যের অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। মোট ১০৮ জন আক্রান্ত এই মুহূর্তে। তবে দু'জন মাত্র হাসপাতালে চিকিৎসাধীন। জেলাতে ঘাটাল, খড়গপুর মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এমনিতে তৈরি ছিল। নতুন করে শালবনী ও ডেবরা হাসপাতালে প্রস্তুতি শুরু হয়েছে। তবে ইতিমধ্যেই সমস্ত সুবিধা যুক্ত ২৬০ টি বেড তৈরি রাখা হয়েছে।"