নিজস্ব সংবাদদাতাঃ হাসপাতাল থেকে ছাড়া পেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দিন কয়েক আগে করোনা আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন উডল্যান্ডস হাসপাতালে। আজ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, এখনও কিছুটা শারীরিক দুর্বলতা থাকলেও আগের থেকে অনেকটাই ভাল আছেন মন্ত্রী। তাঁকে আরও তিন-চারদিন বাড়িতে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা।