নিজস্ব সংবাদদাতাঃ মদ বিক্রিতে রাজ্যের কোষাগারে বিপুল আয়। জানা গিয়েছে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মদ বিক্রিতে রাজ্যে তৈরি হয়েছে নয়া রেকর্ড। এই ৯ দিনে বিভিন্ন বার ও রেস্তোরাঁয় মদ ও খাবার মোট বিক্রি হয়েছে ৬৫০ কোটি টাকার বেশি। আবগারি দফতরের পরিসংখ্যান বলছে ২৪ ডিসেম্বর থেকে প্রতিদিন গড়ে বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ ও খাবার। সবথেকে বেশি বিক্রি হয়েছে ২৫ ও ২৬ ডিসেম্বর।