GTA ইস্যুতে ফের বিস্ফোরক রাজ্যপাল

author-image
Harmeet
New Update
GTA ইস্যুতে ফের বিস্ফোরক রাজ্যপাল

নিজস্ব সংবাদদাতাঃ GTA ইস্যুতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।   উত্তরবঙ্গ সফর শেষে জিটিএ তিনি অভিযোগ করে বলেন, বছরের পর বছর কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। কোনও উন্নয়ন হয়নি উত্তরবঙ্গে। জিটিএ অ্যাকাউন্টের অডিট করানো হবে। অন্যদিকে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য, 'অসাংবিধানিক কথা বলছেন। তদন্তের আগে কীভাবে বলছেন দুর্নীতি হচ্ছে? অডিট তো হচ্ছে। প্রত্যেক বছরই হচ্ছে। পাহাড়ে রাস্তা- শিক্ষা-স্বাস্থ্যে উন্নয়ন হয়েছে। তিনি তা চোখে দেখতে পারছেন না। রাজ্যপালের উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যই হল রাজ্য সরকারকে ছোট করা। পাহাড়ের মানুষকে অসম্মান করলেন রাজ্যপাল।'  




আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=5861


For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm