করোনায় আক্রান্ত মেসি

author-image
Harmeet
New Update
করোনায় আক্রান্ত মেসি


নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিয়োনেল মেসি। পিএসজি দলের আরও তিন ফুটবলার করোনা আক্রান্ত। পিএসজি-র তরফে জানানো হয়েছে তাঁরা হলেন বেরনাট, সার্জিয়ো রিকো এবং নাথান বিটুমাজালা। উল্লেখ্য সোমবার ফরাসি কাপে পিএসজি-র খেলা রয়েছে।