New Update
/anm-bengali/media/post_banners/iPPcwikgk7LWYQ0mAbMj.jpg)
নিজস্ব সংবাদদাতা : করোনা-ওমিক্রন সংক্রমণের হার রাজ্যে ঊর্ধ্বমুখী হলেও নিউ ইয়ারের প্রথম দিনে বাধ ভাঙা উছ্বাসের ছবি দিঘায়। সমুদ্র সৈকতে শীত উপভোগ করছে আট থেকে আশি। অধিকাংশেরই মুখে নেই মাস্ক। একপ্রকার করোনা বিধিকে শিকেয় তুলছে চলে বর্ষবরণ। যদিও পুলিশের তরফে বার বার মাইকিং করে সতর্ক করা হচ্ছে তাদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us