New Update
/anm-bengali/media/post_banners/lzE1PWzks7cS4BgERybJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এত ভয়াবহ টাইফুন আগে কখনও দেখেনি ফিলিপিন্স। টাইফুন রাই আছড়ে পড়ার পর ২ সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, এখনও একের পর এক মৃতদেহ বেরিয়ে আসছে। শুক্রবার প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃতের সংখ্যা ৪০০ পার করেছে। অন্তত ৮২ জনের কোনও খোঁজ নেই এখনও। আহত হয়েছেন ১,১৪৭ জন। গাছ পড়ে বা জলের তোড়ে ভেসে গিয়েই বেশির ভাগ মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us