New Update
/anm-bengali/media/post_banners/deNNPuV5VwiWS6noIlnA.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ পৃথিবীর মাঝে এক টুকরো স্বর্গ। হ্যাঁ তাই জম্মু ও কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। কিন্তু সেই ভূস্বর্গেই ক্রমশ নোংরা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তাই জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলা প্রশাসন পর্যটকদের জন্য আগুন জ্বালানো, রান্না করা ও প্লাস্টিক ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। রিপোর্ট অনুযাযী, পটনীটোপ ডেভেলপমেন্ট অথরিটির চিফ এগজ়িকিউটিভ অফিসার শের সিং একটি নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছেন। পিডিএর মুখপাত্র জানিয়েছেন, এই নয়া নিয়ম যাতে সম্পূর্ণ বলবৎ হয়, তা দেখার জন্য কাজ করবে পুলিশ ও সংশ্লিষ্ট দফতর।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=5839​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us