ইউক্রেন নিয়ে ক্রমশ উত্তপ্ত রুশ-মার্কিন সম্পর্ক!

author-image
Harmeet
New Update
ইউক্রেন নিয়ে ক্রমশ উত্তপ্ত রুশ-মার্কিন সম্পর্ক!

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে ক্রমেই উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পরস্পরকে কড়া হুঁশিয়ারি দিলেন দুই দেশের দুই রাষ্ট্রনেতা। ফোনে প্রায় এক ঘণ্টা কথা হয় তাঁদের। সেই সময়ই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দেন জো বাইডেন। বলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তাঁরা কঠোর ব্যবস্থা নেবেন। যা শুনে পুতিনের জবাব, তেমন কিছু যদি করে আমেরিকা, তবে তা হবে মস্ত ভুল। এর আগেও বাইডেন ও পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। কিন্তু পরিস্থিতির কোনও সুরাহা হয়নি। সেই একই ছবি অব্যাহত বৃহস্পতিবারের ফোনালাপের পরেও। জানা যাচ্ছে, এদিন প্রায় ৫০ মিনিট কথা বলেন দু’জনে। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টে ৩৫মিনিট নাগাদ কথা শুরু হয়েছিল দু’জনের। সেই সময় অবশ্য রাশিয়ার মধ্যরাত।