/anm-bengali/media/post_banners/PfMBL6ZbMKdDA5QV8NEN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এই ছিল পাঁচ। মুহূর্তে হয়ে গেল এগারো। রাজ্যে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্ত। শঙ্কিত চিকিৎসকরা। বড়দিনেও যা ছিল মাত্র ৫৫২। নতুন বছরের শুরুতেই তা ছাড়িয়ে যেতে পারে হাজারের গণ্ডি। বাংলায় কার্ল লুইসের গতিতে ছুটছে করোনা সংক্রমণ। এমন একটা সময় সংক্রমণ ঊর্ধ্বমুখী, আর উৎসবের মেজাজে গোটা বাংলা। বড়দিন পেরিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, আর হুড়োহুড়ি নয়। রাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ প্রবীণ চিকিৎসক ডা. সুকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, বড়দিনে পার্ক স্ট্রিটের যে ছবি সামনে এসেছে তা মর্মান্তিক। বর্ষশেষের রাতে সমস্ত পার্টি, সেলিব্রেশন মুলতুবি রাখার আবেদন জানিয়েছেন তিনি। ডা. সুকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, “প্রচুর মানুষের কো-মর্বিডিটি রয়েছে। রাজ্যে শ্বাসকষ্টের রোগীর সংখ্যাটা নেহাত কম নয়। আমাদের মাথায় রাখতে হবে অক্সিজেনের জোগান কিন্তু অফুরন্ত নয়। প্রতিটি হাসপাতালের বেড যেদিন ভরতি হয়ে যাবে, স্বাভাবিক নিয়মেই বিপদ ঘনাবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us