​নিজস্ব সংবাদদাতাঃ কুলতলির ডোঙ্গাজোড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল সম্পূর্ণ সুস্থ। সকালে ছেড়ে দেওয়া হল রামগঙ্গা রেঞ্জের ৪ নম্বর ধূলিভাসানির জঙ্গলে। বন দফতর সূত্রে খবর, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে শেখপাড়ার জঙ্গলে খাঁচাবন্দি করে বাঘটিকে নিয়ে যাওয়া হয় বন দফতরের বনি ক্যাম্পে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দেখা যায়, পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এরপরই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বন দফতর।