কেন সস্তা নেটফ্লিক্স?

author-image
Harmeet
New Update
কেন সস্তা নেটফ্লিক্স?

নিজস্ব সংবাদদাতাঃ  গ্রাহক টানতে দামের লড়াই ওটিটি-র ময়দানে। গ্রাহক হওয়ার খরচ সবচেয়ে বেশি হওয়ায় এত দিন সদস্য সংখ্যায় ডিজনি হটস্টার বা অ্যামাজন প্রাইমের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল নেটফ্লিক্স। ২০১৬-য় ভারতে যাত্রা শুরুর পরে এই প্রথম তাই মাসিক খরচ কমানোর পথে হাঁটল এই ওটিটি প্ল্যাটফর্ম। ১৪ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সের সাধারণ গ্রাহকমূল্য মাসে ৪৯৯ টাকা থেকে কমে হয়েছে মাসে ১৯৯ টাকা। অর্থাৎ, এক ধাক্কায় মাসে ৩০০ টাকা কম!