নতুন বছরে আসছে রাজেশ খান্নার বায়োপিক!

author-image
Harmeet
New Update
নতুন বছরে আসছে রাজেশ খান্নার বায়োপিক!

নিজস্ব সংবাদদাতাঃ  নিখিল দ্বিবেদীর প্রযোজনায় তৈরি হতে চলেছে রাজেশ খন্নার বায়োপিক। গৌতম চিন্তামণির লেখা অভিনেতার জীবনী ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অব বিয়িং রাজেশ খন্না’ অবলম্বনে তৈরি হবে ছবিটি। পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ফারহা খান। ছবিটির ব্যাপারে নিখিলের সঙ্গে এখন আলোচনা চলছে তাঁর। তবে ছবিটি করলে রাজেশের পরিবারের সম্মতি নিয়েই যে করা হবে, তা স্পষ্ট করেছেন নিখিল। হিন্দি ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টারের তকমা দেওয়া হয় রাজেশকে। পর্দার পাশাপাশি তাঁর পর্দার বাইরের জীবনও রঙিন। তবে তাঁর চরিত্রে কোন অভিনেতাকে অভিনয় করতে দেখা যাবে সেটাই দেখার বিষয়। রাজেশ  খান্না হিসেবে কোন অভিনেতাকে বেশি মানাবে বলে আপনার মনে হয়? 



Rajesh Khanna Biopic कन्फर्म, परिवार को होगा आब्जेक्शन? डायरेक्टर ने दिया  जवाब - Nikhil Dwivedi set to make Rajesh Khanna Biopic confirms the  director tmov - AajTak