আলোতেই আসবে ভালোবাসা!

author-image
Harmeet
New Update
আলোতেই আসবে ভালোবাসা!

নিজস্ব সংবাদদাতাঃ যে-কোনও নতুন কিছুই আমাদের আনন্দ দেয়। তাই একঘেয়ে অন্ধকারের পরিবর্তে যদি ঘরের কোনও হালকা আলো জ্বেলে রাখা যায়, তাতে সামগ্রিক পরিবেশটাই আরও রোমান্টিক হয়ে ওঠে। আর এমন মায়াময় পরিবেশেই তো বাড়ে মিলনের ইচ্ছে। কোন আলো জ্বালবেন, তা কিন্তু একেবারেই আপনাদের সুবিধে-অসুবিধের উপর নির্ভর করছে। তবে সিনেমায় দেখা দৃশ্যের মতো সারা ঘরে মোমবাতি জ্বেলে রাখতে যাবেন না যেন, তাতে রোম্যান্টিকতার চেয়ে ঢের বেশি বিপদের আশঙ্কা থেকে যায়!