নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক টিকা নেওয়ার জন্য ৬০ বছর বা তার বেশি বয়সিদের কোমর্বিডিটি সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণ পেশ করতে হবে না। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৬০ বছব বা তার বেশি বয়সিরা যাঁরা দু’টি কোভিড-১৯ টিকা নিয়েছেন, তাঁরা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বা চিকিৎসকের দেওয়া প্রমাণপত্র ছাড়াই সতর্কতামূলক তৃতীয় টিকা পাবেন।