বেআইনি দোকান উচ্ছেদ অভিযান!

author-image
Harmeet
New Update
বেআইনি দোকান উচ্ছেদ অভিযান!


হরি ঘোষ,দুর্গাপুর : মঙ্গলবার অভিযান চালিয়ে বেআইনিভাবে তৈরি করা দোকান ভাঙলো আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা। দুর্গাপুরের এমএমসি টাউনশিপের বি'টু বাজার সংলগ্ন এলাকায় অবৈধ জমির ওপর দীর্ঘদিন ধরে বহু দোকান গজিয়ে ওঠে। মঙ্গলবার সকালে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে ভেঙে ফেলার কাজ শুরু হয়। ভেঙে ফেলা দোকানের মালিকরা জানিয়েছেন তাঁদের দোকান ভেঙে ফেলার ফলে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষই। তাঁদের দাবি যে ৩০বছর পুরনো যে সমস্ত দোকান ভাঙ্গা পড়লো, তার পরিবর্তে কর্তৃপক্ষের তরফ থেকে নতুন করে দোকান করে দেওয়া হোক। এর পাশাপাশি এমএমসি কোয়ার্টারে অবৈধভাবে যারা বসবাস করছিলেন তাঁদের নোটিশ দেওয়া হয়েছিল, আজ সকালে এডিডিএ প্রশাসনকে সাথে নিয়ে অবৈধ ঘর থেকে জিনিসপত্র বের করে দেওয়া হয়।