নিজস্ব সংবাদদাতা: ৬ দিন পর অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুড়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে কাবু করা সম্ভব হল। কুলতলির ডোঙাজোড়ায় শেখপাড়ার জঙ্গলে বাঘকে ফাঁদে ফেলার জন্য ২ টি খাঁচা পাতা হয়েছিল। বন দফতর সূত্রে খবর, ২ টি ঘুম পাড়ানি গুলি খেয়ে বাঘটি একটি খাঁচার মধ্যে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় খাঁচার দরজা। বাঘকে কাবু করতে এর আগে কম কাঠখড় পোড়াতে হয়নি। রাতভর জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে বনকর্মীরা অভিযান চালান। তারপর আজ সকালে পিয়ালি নদী থেকে দমকলকর্মীরা প্রথম জল স্প্রে করে বাঘকে সরানোর চেষ্টা করেন। তারপর জঙ্গলে ছোড়া হয় লঙ্কা বোমা। এতকিছুর পর অবশেষে বাঘের কাঁধে ও পায়ের নীচে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা সম্ভব হল।