New Update
/anm-bengali/media/post_banners/pEjZGDKYEB0a4gw0PFnL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বিজেপিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিজেপিকে ভেড়ার দল বলে কটাক্ষ করলেন বীরভূম জেলা সভাপতি। বিধানসভা, উপনির্বাচন হোক বা পুরভোট, সবেতেই বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ফলে বঙ্গ বিজেপিতে বদল আনতে বিভিন্ন প্রশাসনিক রদবদল করেছে দলীয় উচ্চ নেতৃত্ব। সম্প্রতি জেলা নেতৃত্বে রদবদল ঘটায় নেতৃত্ব। আর এরপরেই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফটের হিড়িক পড়ে গিয়েছে। এই নিয়েই বিজেপিকে এক হাত নিয়েছেন অনুব্রত। তিনি বলেন, 'বিজেপি ল্যাংরার দল হাঁটতে পারে না। লোক নেই। জন নেই। ওদের দলে কে থাকবে? ওটা ভেড়ার দল।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us