দলিত স্কুল পড়ুয়াদের মিড-ডে মিল বয়কট!

author-image
Harmeet
New Update
দলিত স্কুল পড়ুয়াদের মিড-ডে মিল বয়কট!


নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি জাতি ভেদের কারণে মিড ডে মিলের রাঁধুনিকে বরখাস্ত করা হয় উত্তরাখণ্ডের এক বিদ্যালয়ে। তার পরেই প্রতিবাদে শামিল হয় সেই বিদ্যালয়ের দলিত পড়ুয়ারা। তাঁরা জানায় ‘উচ্চবর্ণের’ রাঁধুনির হাতের রান্না তাঁরা খাবে না। কয়েক দিন আগে অবশ্য একই আচরণ দেখা গিয়েছিল ওই বিদ্যালয়ের ‘উচ্চবর্ণের’ পড়ুয়াদের মধ্যে।