New Update
/anm-bengali/media/post_banners/n2bWystnIbDMEmFBNM34.jpg)
নিজস্ব সংবাদদাতা : সাপের কামড় খেলেন বলিউডের ভাইজান সলমন খান। না কোনো সিনেমা কিংবা শুটিংয়ের গল্প নয়। এই ঘটনা ঘটেছে অভিনেতার খামারবাড়িতে, পানভেলে। শনিবার রাতে কোনও এক সময় সলমনকে সাপে কামড়ায়। এরপরই তাঁকে ভর্তি করা হয় নবি মুম্বইয়ের কামোটে এলাকার এমজিএম হাসপাতালে। রবিবার সকালে বাড়ি ফির যান অভিনেতা। যে সাপ তাঁকে কামড়েছিল তা বিষধর নয়, ফলে তার দংশনে খুব একটা ক্ষতি হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us