ফের বিষাক্ত দিল্লির বাতাস!

author-image
Harmeet
New Update
ফের বিষাক্ত দিল্লির বাতাস!

নিজস্ব সংবাদদাতাঃ কিছুতেই দূষণের রেশ কাটিয়ে উঠতে পারছে না রাজধানী। শীতের শুরুতে সাধারণত দূষণ বাড়লেও, একাধিক বিধি নিষেধের কারণে দিল্লিতে কমেছিল দূষণের মাত্রা। সেই কারণেই খুলে দেওয়া হয়েছিল স্কুলগুলি, ধীরে ধীরে শিথিল করা হয়েছে বাকি নিয়মও। কিন্তু বছর শেষে উৎসব উদযাপনের জেরে ফের একবার “বিপজ্জনক” পর্যায়ে পৌছল দিল্লির বাতাস। বায়ুর গুণমান নিয়ন্ত্রক সংস্থা, সফর এর তরফে জানানো হয়েছে, দিল্লির বাতাসের গুণমান ফের বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। এদিন সকাল ৭টায় দিল্লিতে বাতাসের গুণমান ছিল ৪৩০। অত্যাধিক যান চলাচল, বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বড়দিন উপলক্ষ্যে বাজি পোড়ানোর কারণেই ফের একবার দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।