New Update
/anm-bengali/media/post_banners/fH7YNDAzQptTun4mEOFy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গোটা দেশ মেতে উঠেছে বড়দিনের উৎসব পালনে। কার্যত নতুন বছরের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে শনিবার থেকেই। এই উৎসবের আবহেও মোদি সরকারকে কটাক্ষ করতে ছা়ড়ল না কংগ্রেস। স্লেজগাড়ির চালক সান্টার ছবি টুইট করে জ্বালানির মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে খোঁচা মারল কেন্দ্রকে। একাধিক টুইটে কাঠগড়ায় তুলল মোদি সরকারকে। পোস্টে দেখা যাচ্ছে লাল পোশাকের সান্টা ও স্লেজগাড়ির উপরে লেখা, ”ঈশ্বরকে ধন্যবাদ, সান্টা স্লেজগাড়ি চালাচ্ছে। অগ্নিমূল্য জ্বালানির জন্য দাম দিতে হয় না তাকে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us