পুরভোট মামলা, নির্বাচন কমিশনকে একগুচ্ছে নির্দেশ হাইকোর্টের

author-image
Harmeet
New Update
পুরভোট মামলা, নির্বাচন কমিশনকে একগুচ্ছে নির্দেশ হাইকোর্টের


নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার পুরভোট সংক্রান্ত মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে একগুচ্ছে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সেই মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, পুরভোটে অশান্তি হয়েছে কি না, তা জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। প্রিসাইডিং অফিসারের ডাইরি সংরক্ষণ করার কথা বলা হয়েছে। পাশাপাশি, সংরক্ষণ করতে হবে ইভিএম। মামলাকারীদের সব আর্জিতেই সায় দিয়েছে আদালত।