New Update
/anm-bengali/media/post_banners/5FurCPrdwojPpCgTKUlj.jpg)
নিজস্ব প্রতিনিধি, দীঘাঃ দীঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে পর্যটক মহিলার মৃত্যু। মৃতার নাম ঋত্বিকা ভগৎ বয়স ১৭। বাড়ি বীরভূম জেলার রামপুরহাটে। বৃহস্পতিবার পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল দীঘায়। সুমদ্র সৈকতে বেড়াতে বেরিয়ে কাঁকড়া খায়। তারপরেই পরিবারের লোকজন তাঁকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে মৃতা ঋত্বিকার পরিবারের লোকজন জানিয়েছেন এলার্জি ও শ্বাসকষ্ট ছিলো তাঁর। ঘটনার তদন্তে দীঘা থানার পুলিশ। পরিবারের লোকের অভিযোগ দীঘা হাসপাতালে সু-চিকিৎসার ব্যবস্থা নেই। দীঘার মতো পর্যটন শহরে প্রায় প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক আসেন কিন্তু দীঘাতে উন্নত মানের হাসপাতাল নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us