বচসার জেরে রাস্তা দুভাগে কেটে প্রতিবাদ, বিচ্ছিন্ন যোগাযোগ

author-image
Harmeet
New Update
বচসার জেরে রাস্তা দুভাগে কেটে প্রতিবাদ, বিচ্ছিন্ন যোগাযোগ

দিগবিজয় মাহালীঃ পাড়ার কয়েকটি পরিবারের মধ্যে পারিবারিক বিবাদ। আর সেই বিবাদের জেরে ২৫ শে জুন শুক্রবার গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা মাঝামাঝি কেটে দুভাগ করে দেওয়া হয় দাসপুর থানার জগন্নাথপুরের ঘোড়ই পাড়ায়।

 এই রাস্তাকাটাইয়ের জেরে কুচামারি,বরাডব,জগন্নাথপুর,খাসচকের মতো ৫ থেকে ৬টি গ্রামের মানুষ প্রায় গৃহবন্দী।

 শনিবার স্থানীয় খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতে ওই সব গ্রামবাসীরা তাদের যাতায়াতের সমস্যার কথা জানালে,আপাতত রাস্তায় মাটি ফেলে চলাচলের মতো করে নিতে বলা হয় বলে জানান গ্রামবাসীরা। আর সেই রাস্তা মেরামত করতে এসে শনিবারের দুপুরে জগন্নাথপুরের ঘোড়ই পাড়ায় স্থানীয় বাসিন্দাদের সাথে বাঁধে বিবাদ।

 বাকবিতণ্ডা থেকে পরিস্থিতি যায় হাতাহাতিতে এমনকি দেখা যায় এলাকাবাসীদের লাঠি নিয়েও মারধর করতে। শতাধিক মানুষের এই তুমুল হাতাহাতিতে জখম একাধিক, খবর যায় দাসপুর পুলিশে। সাথে সাথে দাসপুর পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

 আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দাসপুর পুলিশের তরফে বলাহয় ঘটনার বিস্তারিতভাবে থানায় লিখিত অভিযোগ করতে। তবে এতকিছুর পরেও কাটা রাস্তায় এক কোদালও মাটি ফেলতে দেওয়া হল না। প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসনের দুর্বলতা নিয়েও। শুক্রবারের সকাল থেকে শনিবারের বিকেল গুরুত্বপূর্ণ রাস্তা কাটা,বিচ্ছিন্ন দাসপুরের একাধিক গ্রাম। ঠিক কোন বলে বলিয়ান হয়ে ওই পাড়ার কয়েকজনের এই দাদাগিরি?



আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=5639


For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm