দিগবিজয় মাহালি,ঘাটালঃ ঘাটাল সাংগঠনিক জেলার সবং বিধানসভায়, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ কিষাণ মোর্চার "কৃষি বাঁচাও কৃষক বাঁচাও" বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণ করে ভোট-পরবর্তী হিংসায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা নিহত শহীদ বিশ্বজিৎ মাহেশ মহাশয়ের স্ত্রী ও পুত্রের হাতে ৫লক্ষ টাকার চেক দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। কৃষি বাঁচাও ও কৃষক বাঁচাও এই বার্তা নিয়ে সবং বাজারে মিছিল করে বিজেপি। তারপর সবং বিডিও অফিসের সামনে একটি বিক্ষোভ সমাবেশ হয় এদিন। শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, ঘাটালের বিধায়ক শীতল কপাট, অমুল্য মাইতি সহ অনান্যরা। এদিন ডেপুটেশনে সদুত্তর পাননি বলে জানান তন্ময় দাস। পালটা বিজেপিকে কটাক্ষ করলেন তৃনমূল নেতা তরুন মিশ্র।