New Update
/anm-bengali/media/post_banners/BR8TlK9Bkw7qR2eDT909.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিজেপির রাজ্য কমিটির ঘোষণা হল। পুর রেজাল্টের পরের দিনই প্রকাশ্যে এল বঙ্গ বিজেপির অন্দরের রদবদল। মোর্চা সভাপতি, দফতরের ইনচার্জ, সহকারী সহ ১১ জন ভাইস প্রেসিডেন্ট, ৫ জন সাধারণ সম্পাদক, ১২ জন সম্পাদকের নাম ঘোষণা করল পদ্ম শিবির। মহিলা মোর্চা থেকে সরিয়ে অগ্নিমিত্রা পলকে সাধারণ সম্পাদক করা হল। এছাড়াও রয়েছেন লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। সম্পাদকের তালিকায় রয়েছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিব্রেওয়াল। মহিলা মোর্চার সভানেত্রী করা হল তনুজা চক্রবর্তীকে। অন্যদিকে, কমিটি থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়রা। সৌমিত্র খাঁয়ের জায়গায় যুব মোর্চার সভাপতি করা হল ডঃ ইন্দ্রনীল খাঁকে। আর সৌমিত্র হলেন তাঁর সহ সভাপতি। ৫০ নম্বর ওয়ার্ডে জয়ের পর বিজেপির মিডিয়া প্যানেলে এলেন সজল ঘোষ। রুদ্রনীল ঘোষকে করা হল মুখপাত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us