/anm-bengali/media/post_banners/52Kp7EQNMuGRJaxrc8P2.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ ব্লকস্তরীয় জঙ্গলমহল উৎসব শুরু হলো বুধবার থেকে। মেদিনীপুর সদর ব্লকের মালবাঁধি প্রাথমিক বিদ্যালয়ে জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করেন বিধায়ক জুন মালিয়া। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, সদর ব্লক বিডিও সুদেষ্ণা দে মৈত্র সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। ছিল বন দপ্তর, আবগারি, দমকল, মৎস্য সহ বিভিন্ন দফতরের স্টল। এগুলি থেকে বিভিন্ন রকম সুবিধা ও সচেতন করা হয় মানুষজনকে। বিভিন্ন আদিবাসী নৃত্যের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। টুসু, পাতা, সাড়পা, বাহা, ছৌ নৃত্য, ঝুমুর গীত সহ একাধিক বিষয়ে প্রতিযোগিতায় ১০০ টি দল অংশগ্রহণ করে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল। জুন মালিয়া বলেন, লোকসংস্কৃতির প্রসার ঘটানোর লক্ষ্যে প্রতিবছর এই উৎসবের আয়োজন করে রাজ্য সরকার। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এত দলের অংশগ্রহণে বোঝা যাচ্ছে এলাকায় লোক সংস্কৃতির প্রসার ঘটছে, যা মুখ্যমন্ত্রী চান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us