নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরসভা নির্বাচনের সময় এক ব্যক্তি ইভিএম মেশিনে কারচুপি করেছিল বলে অভিযোগ উঠেছিলো। সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, গৌরব দাস নামে এক ব্যক্তির নামে বড়তলা থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের সঙ্গে একটি ভিডিও জমা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি পোলিং বুথের ভেতর ইভিএম মেশিনে এই ব্যক্তি বারবার একটি বোতাম টিপে যাচ্ছিল। সেই অভিযোগ দায়ের হতেই তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। কারণ কলকাতা পুরসভা নির্বাচন শেষ হয়ে তার ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে।