‘শুধু জিতলেই হবে না', ফিরহাদ

author-image
Harmeet
New Update
‘শুধু জিতলেই হবে না', ফিরহাদ


নিজস্ব সংবাদদাতাঃ ভোটে ৮২ নম্বর ওয়ার্ডের ফল কী হতে চলেছে, মঙ্গলবার সকালে সে দিকে নজর ছিল সকলের। বড় অঙ্কের ব্যবধানে জিতেছেন ফিরহাদ হাকিম। তবে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ কলকাতা পুরসভার প্রাক্তন প্রশাসক ফিরহাদ হাকিম। বরং এক ঝাঁক নবাগত কাউন্সিলরকে আরও বেশি করে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ‘যখন ডাকি, তখন পাই, মানুষের ডাকে ছুটে যাই’— এই ট্যাগলাইন মাথায় রেখেই তাঁদের কাজ করার বার্তা দিচ্ছেন ফিরহাদ।