নেতাজি নগরের ঘটনায় মুখ খুললেন ফিরহাদ

author-image
Harmeet
New Update
নেতাজি নগরের ঘটনায় মুখ খুললেন ফিরহাদ


নিজস্ব সংবাদদাতাঃ দলের শীর্ষ নেতৃত্ব বারবার বার্তা দিয়েছে দলীয় কর্মীদের। প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, বিশৃঙ্খলার অভিযোগ উঠলে বহিষ্কার করা হবে কর্মীকে। তবে পুরভোটের ফল প্রকাশের পর দক্ষিণ কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডে যে ছবি দেখা গিয়েছে, তাতে নিন্দা প্রকাশ করেছে সকলেই। বামেদের কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে প্রবেশ করতে দেখা গিয়েছে তৃণমূল কর্মী- সমর্থকদের। শুধু তাই নয়, ঘটনাস্থলে দেখা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘যারা করেছে, তারা ঠিক করেনি’। যারা বিজয়ী তাঁদের আরও বেশি বিনয়ী হওয়া উচিৎ বলেও বার্তা দিয়েছেন তিনি।