লেদার কমপ্লেক্স থানা এলাকায় মহিলা খুনে গ্রেফতার স্বামী

author-image
Harmeet
New Update
লেদার কমপ্লেক্স থানা এলাকায় মহিলা খুনে গ্রেফতার স্বামী



নিজস্ব সংবাদদাতা : কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় মহিলা খুনের কিনারা পুলিশের। গ্রেফতার করা হল নিহত মহিলার স্বামীকে। ধৃতের নাম রাজু লস্কর। অন্যের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন তার স্ত্রী অডিও শোনায় বলে দাবি। সেই রাগেই লেদার কমপ্লেক্স এলাকায় ডেকে পাঠায় স্ত্রীকে। তারপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে শ্বাস রোধ করে খুন করে। তদন্তে নেমে লেদার কমপ্লেক্সের ১ নম্বর গেটের সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইল ফোনের টাওয়ার ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে মৃত মহিলার পরিচয় জানতে পারে পুলিশ।