নিজস্ব সংবাদদাতাঃ দীঘায় মত্ত অবস্থায় মাঝরাতে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে পানা পুকুরে পড়ে মৃত্যু হল এক কাঠমিস্ত্রির। নিমাই দে নামে ৫৫ বছর বয়সের ওই ব্যক্তি দীঘার খাদালগোবরা গ্রামের বাসিন্দা। মৃত ব্যক্তি দীর্ঘদিন কাঠের কাজ করতেন। রবিবার রাত্রে অতিরিক্ত মদ্যপান করে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে জলা জমিতে পড়ে যান তিনি। শীতের রাতে এলাকা নিস্তব্ধ থাকায় অঘোরে প্রান যায় ওই ব্যক্তির। পরদিন সকালে স্থানীয়রা দেখতে পেয়ে দিঘা মোহনা থানায় খবর দিলে, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য পাঠায়। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।