New Update
/anm-bengali/media/post_banners/dU7yPkucdRCjI9eEzf4x.jpg)
নিজস্ব সংবাদদাতাঃআজ ইডি তলব করেছে অমিতাভ পুত্র ঐশ্বর্যা রাই বচ্চনকে।সূত্রের খবর মতে পানামা পেপার কান্ডে আনুমানিক ৫০০ জন ভারতীয় যুক্ত। তাদের মধ্যে জড়িত রয়েছে বহু অভিনেতা, অভিনেত্রী খেলোয়াড়, ব্যবসায়ীরাও। তবে আজ দেখা করছেন না অমিতাভ পুত্র বধূ ঐশ্বর্যা ,তা চিঠি লিখে জানিয়ে দিয়েছেন। সূত্র মতে অমিতাভ বচ্চনকেও নোটিশ পাঠানো হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us