New Update
/anm-bengali/media/post_banners/LQ1H0ACumezede1oFB4l.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সদ্য কোচকে হারিয়েছে মোহনবাগান। জুয়ান ফেরান্দো-কে কোচ হিসাবে নিযুক্ত করা নিয়ে গোয়া এফসি-র অন্যতম মালিক অক্ষয় ট্যান্ডন জানান, "হতাশ হলেও এটা জানাতেই হচ্ছে যে, জুয়ান ফেরান্দো আমাদের থেকে রিলিজ ক্লজ চেয়েছেন, যাতে এটিকে মোহনবাগানে যোগ দিতে পারেন। আমাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে গেলে ওঁকে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের উপায় নেই। তবে যে ভাবে আজ সকালেই উনি রিলিজ ক্লজ চেয়েছেন তাতে আমরা অবাক। কোনও আলোচনা বা দরাদরির জায়গাই রাখেননি উনি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us