New Update
/anm-bengali/media/post_banners/MF2YDmgR3N6ObtRLDYcA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তিনি মারা যাওয়ার পরেও রয়েছেন শিরোনামে। হ্যাঁ, তিনি মারাদোনা। এবারে তাঁর বৈধ ৫ সন্তান সিদ্ধান্ত নেন মারাদোনার বিলাস বহুল ভিলার বিভিন্ন আসবাব নিলামে বিক্রি করবেন তাঁরা। পুরো নিলামটাই হবে অনলাইনে। জানা যাচ্ছে পিতা মারা যাওয়ার পর আর্থিক অসুবিধার কারণেই এই সিদ্ধান্ত নেন তাঁরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us