নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

author-image
Harmeet
New Update
নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। বেশ কয়েকটি জায়গা থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে, ২২ নং ওয়ার্ডের নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ওই নির্দল প্রার্থীকে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ বলে খবর। এদিকে ২২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর গুরুতর অভিযোগ, 'বহিরাগতদের দিয়ে বুথ দখল করার চেষ্টা করছে তৃণমূল।' পাল্টা শাসক দলের অভিযোগ, বিজেপি বহিরাগতদের এনেছে। এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, রবিবার ১৪৪টি ওয়ার্ডে শুরু হয়েছে ভোটগ্রহণ। এছাড়া মোতায়েন রয়েছে ২৩ হাজার পুলিশ।