ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে, সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

author-image
Harmeet
New Update
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে, সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

রাহুল পাসয়ান,আসানসোলঃ শনিবার বারাবনির গৌরান্ডি ফুটবল ময়দানে সাতদিন ব্যাপী স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নক আউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় এবং জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ। এদিন দলীয় পতাকা উত্তোলন করে এবং স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে এই খেলার উদ্বোধন করেন । এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করেন। যেখানে টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন রাজ্যের ক্লাব অংশ গ্রহণ করেন। প্রথম দিনের খেলাটি অনুষ্ঠিত হয় কলকাতা কাস্টম ক্লাব বনাম সিকিম আক্রমণের মধ্যে। এদিন খেলার মাঠেই বিধায়ক বিধান উপাধ্যায় ও ব্লক সভাপতি অসিত সিংহের হাত ধরে ইটাপাড়া পঞ্চায়েত ও পানুডিয়া পঞ্চায়েত থেকে শতাধিক পরিবার বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি,সহ সভাপতি সুকুমার সাধু,জেলা পরিষদ কর্মদক্ষ পূজা মাড্ডি,পানুডিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্ব জিৎ সিংহ,তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ তেওয়ারী,মবিন খান,আশীষ মণ্ডল সহ আরো অনেকে।