‘বিজয় শোভাযাত্রা’র আয়োজন আওয়ামী লিগের

author-image
Harmeet
New Update
‘বিজয় শোভাযাত্রা’র আয়োজন আওয়ামী লিগের

হাবিবুর রহমান, ঢাকাঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার দুপুরে ‘বিজয় শোভাযাত্রা’ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্ণাঢ্য এই শোভাযাত্রা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়। বিজয় শোভাযাত্রাটি ঢাকার শাহবাগ, এলিফ্যাট রোড ও মিরপুর রোড হয়ে ধানমণ্ডি ৩২ নম্বর ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয় মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামে। ঢাকার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। তারা লাল সবুজের সাজে অংশ নিয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে দুটি ট্রাকের তৈরি মঞ্চে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, হাছান মাহমুদ, ডা. দীপু মনি, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।