স্কুলেও থাবা বসাল ওমিক্রন?

author-image
Harmeet
New Update
স্কুলেও থাবা বসাল ওমিক্রন?

নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রনের থাবায় কি এবার স্কুল পড়ুয়ারাও ? মুম্বইয়ের কাছেই একটি স্কুলের ১৬ জন পড়ুয়া করোনা আক্রান্ত হতেই, নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই স্কুলে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে। একইসঙ্গে সমস্ত পড়ুয়াদের করোনা পরীক্ষাও করানো হচ্ছে। মহারাষ্ট্র প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নবি মুম্বইয়ের  একটি স্কুলে করোনা সংক্রমণ ছড়িয়েছে। এখনও অবধি মোট ১৬ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। করোনা আক্রান্ত এক পড়ুয়ার বাবা সম্প্রতিই বিদেশ থেকে ফেরায় ওমিক্রনের আতঙ্কও ছড়িয়েছে।