New Update
/anm-bengali/media/post_banners/jfywwDaZcPiNUWhyFou4.jpg)
নিজস্ব সংবাদদাতা : রবিবাসরীয় নির্বাচনের আগে কড়া নিরাপত্তার বেষ্টনী ঘিরে রয়েছে তিলোত্তমা এই মহানগরীকে। ইতিমধ্যেই জায়গায় জায়গায় কলকাতা পুলিশের রুট মার্চ শুরু হয়েছে। মোট ৪ হাজার ৯৫৯ টি বুথের ২০০ মিটারের মধ্যে শুক্রবার থেকেই জারি করা হয়েছে ১৪৪ ধরা। নিষিদ্ধ হয়েছে বাইক ব়্যালি। সিল করে দেওয়া হয়েছে সীমান্ত। জমায়েত কিংবা কোথাও জটলা পাকাতে দেখলেই পুলিশে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। পুলিশ দিয়ে ভোট করানো হলেও অশান্তি রুখতে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে প্রশাসনের তরফে। নম্বরটি হল ১৯৫০।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us