/anm-bengali/media/post_banners/5YBtZCR6SNj218dxreGt.jpg)
দিগবিজয় মাহালী,ঘাটালঃ এই বছর নভেম্বর মাসের শেষ থেকেই ঘাটাল শহর সংলগ্ন হরিসিংপুর পার্কের ঝিলে ভিড় জমিয়েছে পাখির দল। করোনা আবহেও ব্যতিক্রম হয়নি পরিযায়ী পাখিদের আনাগোনায়। নতুন করে এই বছর ঘাটাল ব্লকেরই খড়ার পৌরসভার একটি জলাশয়ে এসেছে পরিযায়ী পাখির দল। আর এই শীতের মরশুমে অতিথিদের দেখা মেলায় খুশি ঘাটালবাসী। ঘাটাল শহরের হরিসিংপুরের এই জলাভূমি রয়েছে প্রায় ১৫ একর জায়গা জুড়েই, আর সেখানে আসে এই পাখির দল। লম্বায় ৫০০ মিটার ও চওড়ায় ৩০০ মিটার এই ঝিলটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে ঘাটাল পৌরসভা। পরিযায়ী পাখিদের যেন কেউ বিরক্ত না করে সে বিষয়েও নজরদারি চালানো হয় পৌরসভার তরফে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মূলত ঠান্ডা দেশেই এই পাখির বাস। সরাল প্রজাতির এই পাখি সুদূর সাইবেরিয়া থেকে ঘাটালে ভিড় জমায় প্রতি বছর। ধূসর বাদামি রঙের ছোট ছোট হাঁসের মতো দেখতে এই পাখি দেখতে প্রতি বছর ঘাটালে ভিড় জমায় হাজারো পর্যটক। তবে করোনা আবহের কথা মাথায় রেখে এই মরসুমে পর্যটকদের আনাগোনায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এই জলাশয়গুলি ভরাট করে গজিয়ে উঠছে একের পর এক বসতবাড়ি তার কারণে আর কত দিন এই পরিযায়ী পাখিগুলিকে ঘাটালবাসী দেখতে পাবে সেটাই এখন চিন্তার ব্যাপার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us