/anm-bengali/media/post_banners/D6OLqf0Pfwq3cngkUKNU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দেশে ওমিক্রন সংক্রমণ শুরু হওয়ার পর আতঙ্কিত হতে বারণ করেছিলেন, কিন্তু কয়েক সপ্তাহ পার হতেই সুর বদলে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবারই তিনি আমেরিকাবাসীদের সতর্ক করে বলেন, “করোনার ওমিক্রন ভ্য়ারিয়েন্ট আরও দ্রুত ছড়িয়ে পড়বে”। যারা এখনও করোনা টিকা নেননি, তারা যাতে দ্রুত টিকা নেন, সেই আর্জি জানান প্রেসিডেন্ট বাইডেন। একইসঙ্গে যাদের টিকা নেওয়া হয়ে গিয়েছে, ওমিক্রন থেকে সুরক্ষিত থাকতে তাদের বুস্টার ডোজ় নেওয়ার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার দেশবাসীর সামনে ওমিক্রন পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে বাইডেন বলেন, “যত সময় পার হবে, আরও দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়বে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট, ওমিক্রন। আসল সুরক্ষা একমাত্র টিকা থেকেই পাওয়া যেতে পারে। যদি এখনও করোনা টিকা না নেন, তবে এই শীতকাল গুরুতর অসুস্থতা ও মৃত্যুই ডেকে আনবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us