/anm-bengali/media/post_banners/IiOn9EzwATtKWXfC8uDq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ক্যাপ্টেন বিরাট কোহলি বনাম বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় দিনভর ভারতজুড়ে উত্তাল বিতর্কের পর শেষ রাতের পরিস্থিতি বলছে ,দলনায়কের ওপর বোর্ড কর্তারা এতটাই চটেছেন যে প্রয়োজনে দক্ষিণ আফ্রিকার ভূমিতে তাঁকে শোকজ করলেও আশ্চর্য হওয়ার নেই। বিরাটের বিরুদ্ধে অভিযোগ ,অসত্য ভাষণ এবং পদের শালীনতা ভঙ্গের। আজ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ঊননব্বই বছরের ইতিহাসে বোর্ডেরই দেওয়া মঞ্চে বোর্ডেরই ওপর ভারত অধিনায়কের গলা বর্ষণের মতো আজব কাহিনী দুটো নেই। আর তিনি কোহলি তো শুধু তীব্র সমালোচনাই করেননি ,বোর্ডপ্রধানকে প্রকাশ্যে মিথ্যাবাদী প্রতিপন্ন করে ছেড়েছেন। কেউ কেউ বলেছেন প্রথম টেস্টের আগে বিদেশের মাঠে শোকজ করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হবে। ভারতীয় ক্রিকেট নিয়ে বিশ্ব হাসবে। আবার কেউ কেউ বলেছেন এই আচরণের প্রতিবাদ না করলে আমরা আছি কেন ? কিছু একটা ব্যবস্থা তো নিতেই হবে। চিঠি দিতে হবে। কেন এটা বলল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us