রাজনীতিকে বিদায় জানালেন 'মেট্রোম্যান'

author-image
Harmeet
New Update
রাজনীতিকে বিদায় জানালেন 'মেট্রোম্যান'


নিজস্ব সংবাদদাতাঃ
এবার সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিলেন 'মেট্রোম্যান' ই শ্রীধরন। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দেন। ১৬ ডিসেম্বর কেরলের মলপ্পুরমে তিনি বলেন, এপ্রিলে হওয়া বিধানসভা নির্বাচনে তাঁর পরাজয় থেকে তিনি একটি শিক্ষা নিয়েছেন। আমি কখনই রাজনীতিবিদ ছিলাম না। রাজনীতিতে সক্রিয় না থাকার অর্থ এই নয় যে আমি রাজনীতিকে পিছনে ফেলে যাচ্ছি। আমার বয়স এখন ৯০ বছর। রাজনীতিতে আরও এগিয়ে যাওয়া বিপজ্জনক। রাজনীতিতে এখন আমার কোনও স্বপ্ন নেই। দেশের সেবা করার জন্য আমার রাজনীতির প্রয়োজন নেই।'