New Update
/anm-bengali/media/post_banners/75Pkc6eLnpVqmWB9DYHO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে পৌঁছনোর পরেই করোনা আক্রান্ত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। করোনা পজিটিভ হন টিম ম্যানেজমেন্টের আরও এক নন-কোচিং স্টাফও। এবার ওয়েস্ট ইন্ডিজের আরও পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, উইকেটকিপার শাই হোপ, বাঁ-হাতি স্পিনার অকিল হুসেন, অলরাউন্ডার জাস্টিন গ্রেভস, সহকারী কোচ রডি ইস্টউইক এবং দলের ফিজিশিয়ান ড. আকশাই মানসিং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের প্রত্যেককেই আইসোলেশনে পাঠানো হয়েছে। এবার পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ দুই বোর্ড মিলিত ভাবে এই সিরিজ নিয়ে সিদ্ধান্ত নেবে। ওয়েস্ট ইন্ডিজ দলের সকলের আরও একবার করে করোনা পরীক্ষা করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us