দেশে ফের বাড়ল করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

author-image
Harmeet
New Update
দেশে ফের বাড়ল করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যে উদ্বেগ। ফের বাড়ল করোনার দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৯৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৪৩ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৮ জন। প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৭ হাজার ২৪৫ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৫৪ হাজার ৮৭৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৯৪৮ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।