নিয়ম শিথিল হল বড় দিনের জন্য

author-image
Harmeet
New Update
নিয়ম শিথিল হল বড় দিনের জন্য



নিজস্ব সংবাদদাতাঃ বেড়েই চলেছে করোনার প্রকোপ। করোনার ওমিক্রন রূপ ধাওয়া করেছে ভারতের বুকে। কিন্তু সামনেই আসতে চলেছে বড়দিন। তাই এই বড়দিন উপলক্ষ্যে রাজ্য সরকার থেকে কিছু নিয়মে ছাড় দেওয়া হল। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত গাড়ি চলাচলে যে নিষেধাজ্ঞা ছিল সেটি ২৪শে ডিসেম্বর ও ১লা জানুয়ারির জন্য তুলে নেওয়া হল। রেস্তোরাঁ ও সরাইখানায় রাত্রিকালীন আমোদের জন্য ২৪শে ডিসেম্বর ও ১লা জানুয়ারিতে কড়াকড়ি নিয়ম শিথিল করা হল। কিন্তু উৎসবের মাঝেও মাস্ক পরতে হবে ও নিজেকে স্যানিটাইজড রাখতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে।